উখিয়ায় ৬ লক্ষাধিক টাকার বার্মিজ সিগারেট ধ্বংস

ওয়ান নিউজঃ ২৫ হাজার ৫শত টাকার জব্দকৃত বার্মিজ সিগারেট ধ্বংস করা হয়েছে। ২২ মার্চ বুধবার দুপুরে পালংখালী বিওপির সামনে ১২৫১০ প্যাকেট বার্মিজ নিম্নমানের মার্বেল সিগারেট আগুন দিয়ে ধ্বংস করা হয়। এইসময় উপস্থিত ছিলেন পালংখালী ইউপি চেয়ারম্যান, বিওপি কমান্ডার, স্থানীয় মেম্বার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে বিজিবি কর্তৃক সকলকে অবৈধভাবে শুল্ক ও রাজস্ব ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনীত বিদেশী নিম্নমানের সিগারেট দোকানে সংরক্ষণ ও খুচরা বিক্রয় না করার বিষয়েও সতর্ক করে দেয়া হয়েছে। এছাড়া স্থানীয় যুবসমাজ যেন স্বল্পমূল্যের এসব নিম্নমানের সিগারেট-এর কারণে ধূমপানে আসক্ত না হয় সে বিষয়েও সকলকে সচেতন থাকার জন্য উপদেশ দেয়া হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.