ঈদগাঁওতে ৬৭ রাউন্ড কার্তুজ উদ্ধার

মো. নেজাম উদ্দিন, কক্সবাজারঃ
কক্সবাজারের ঈদগাঁওতে অভিযান চালিয়ে ৬৭ রাউন্ড সিসা রাবার বল্ট কার্তুজ উদ্ধার করেছে ইদগাঁও থানা পুলিশ ।
শনিবার (৯ নভেম্বর) বিকালে ঈদগাঁ থানার ভোমরিয়াঘোনা পাহাড়ে অভিযান পরিচালনাকালিন এসব পরিত্যাক্ত কার্তুজ উদ্ধার করা হয় বলে জানা যায়।
থানা সূত্রে জানা গেছে, আজকে ( শনিবার) বিশেষ অভিযানের মাধ্যমে ৬৭ রাউন্ড কার্তুজ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয় । তবে কাউকে গ্রেফতার করা হয়নি। ধারণা করা হচ্ছে বিগত ৫ আগষ্ট সরকার পতনের সময় থানায় হামলা চলাকালিন সময় এসব কার্তুজ লুট করা হয়েছিল।
ঈদগাঁ থানা  ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মশিউর রহমান জানান, ভোমরিয়াঘোনা পাহাড়ে এসব কার্তুজ পরিত্যাক্ত অবস্থায় পাই । কার্তুজের গায়ে বিপি(নঢ়) লেখা থাকার কারণে ধারণা করা হচ্ছে এসব বিগত দিনে থানায় হামলার সময় লুন্ঠিত হওয়া কার্তুজ। আমরা বিভিন্ন মাধ্যমে খোজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.