মো. নেজাম উদ্দিন, কক্সবাজারঃ
কক্সবাজারের ঈদগাঁওতে অভিযান চালিয়ে ৬৭ রাউন্ড সিসা রাবার বল্ট কার্তুজ উদ্ধার করেছে ইদগাঁও থানা পুলিশ ।
শনিবার (৯ নভেম্বর) বিকালে ঈদগাঁ থানার ভোমরিয়াঘোনা পাহাড়ে অভিযান পরিচালনাকালিন এসব পরিত্যাক্ত কার্তুজ উদ্ধার করা হয় বলে জানা যায়।
থানা সূত্রে জানা গেছে, আজকে ( শনিবার) বিশেষ অভিযানের মাধ্যমে ৬৭ রাউন্ড কার্তুজ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয় । তবে কাউকে গ্রেফতার করা হয়নি। ধারণা করা হচ্ছে বিগত ৫ আগষ্ট সরকার পতনের সময় থানায় হামলা চলাকালিন সময় এসব কার্তুজ লুট করা হয়েছিল।
ঈদগাঁ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মশিউর রহমান জানান, ভোমরিয়াঘোনা পাহাড়ে এসব কার্তুজ পরিত্যাক্ত অবস্থায় পাই । কার্তুজের গায়ে বিপি(নঢ়) লেখা থাকার কারণে ধারণা করা হচ্ছে এসব বিগত দিনে থানায় হামলার সময় লুন্ঠিত হওয়া কার্তুজ। আমরা বিভিন্ন মাধ্যমে খোজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১:০৪
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.
I do not even know how I ended up here but I thought this post was great I dont know who you are but definitely youre going to a famous blogger if you arent already Cheers
Fatih su kaçağı tespiti Kuruçeşme su kaçağı tespiti: Kuruçeşme’de su sızıntılarını hızlıca tespit ediyoruz. https://intgez.com/ustaelektrikci