ইকবালের স্ত্রী ছেলে ও মেয়ে কারাগারে

ওয়ান নিউজঃ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ডা. ইকবালের স্ত্রী, ছেলে ও মেয়েসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

ঢাকার বিশেষ জজ-১ এর বিচারক আতাউর রহমান বুধবার এ আদেশ দেন। এর আগে অভিযুক্তরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

চার আসামি হলেন- ডা. ইকবালের স্ত্রী ডা. মমতাজ ইকবাল ডলি, মেয়ে নওরিন ইকবাল এবং ছেলে ইমরান ইকবাল ও মাহিন ইকবাল।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১১ মার্চ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তাদের তিন বছরের সাজা দিয়েছিলেন নিম্ন আদালত। ওই সাজার বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করেন। হাইকোর্ট তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.