আলোচিত রাশেদ হত্যা মামলার প্রধান আসামী মোতাহের গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ

রামুতে আলোচিত রাশেদ হত্যা মামলার প্রধান আসামী মোতাহের হোসেনকে (৫৭) গ্রেফতার করেছে রামু থানা পুলিশ।

শুক্রবার ( ৪ অক্টোবর) ভোর ৪ টায় ঢাকা কেরানিগঞ্জ থেকে মোতাহের হোসেনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইমন কান্তি চৌধুরী।

ওসি ইমন কান্তি চৌধুরী জানান, এজাহার নামীয় আসামী মোতাহের হোসেনের অবস্থান পূর্বে থেকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় নিশ্চিত করি আমরা। পরে র‍্যাব -১০ এর সহযোগিতায় এজাহার নামীয় আসামী মোতাহের হোসেনকে গ্রে’ফতার করতে সক্ষম হই। আমরা এই মামলার আরও তথ্য উদঘাটন করতে আ’সামী মোতাহের হোসেনের রিমান্ড প্রার্থনা করবো বিজ্ঞ আদালতে। তাছাড়াও, রাশেদ হত্যাকান্ডে অপরাপর আসামীদের গ্রে’ফতারের চেষ্টা চলমান রয়েছে।

এর আগে, গত ৩১ আগস্ট রামুর ফুলনিরচর এলাকায় ব্যবসায়ী নুরুল আলম সিদ্দিকী রাশেদকে কুপিয়ে হ’ত্যা করা হয়। এ হত্যাকান্ডে ব্যবসায়ী রাশেদের ছোট ভাই সাইফুর রহমান সুজন বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে রামু থানায় হ’ত্যা মামলা দায়ের করেন।

  1. british-iptv-uk বলেছেন

    Simply desire to say your article is as surprising The clearness in your post is simply excellent and i could assume you are an expert on this subject Fine with your permission let me to grab your feed to keep up to date with forthcoming post Thanks a million and please carry on the gratifying work

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.