আবারও খুরুশকুল রাখাইন পাড়ায় গড়ে উঠা ইয়াবা সেন্ডিকেটের রমরমা বাণিজ্য
বিশেষ প্রতিনিধিঃ
কক্সবাজার সদরের নিরাপথ ও নিকটস্থ খুরুশকুল ইউনিয়ন রাখাইন পাড়া। রাখাইন পাড়ার সাথে লাগানো রয়েছে সমুদ্র। সে সুবাদে বার্মা থেকে সরাসরি সাগর পথে খুরুশকুল রাখাইন পাড়ায় ইয়াবা গড ফাদারদের গড়ে তোলা হয়েছে শক্তিশালী সেন্ডিকেট। এলাকাবাসী সুত্রে জানা যায়, তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে বার্মায়া নকল বাদামের প্যাকেটের ভিতর দিয়ে ইয়াবা গুলি কক্সবাজার সহ বাংলাদেশের সকলস্থানে পাচারকারীরা পাচার করছে বলে অভিযোগ আছে। গত ০২/০৩/২০১৭ইং রাত অনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র এস আই মহসিন কে খবর দিলে সাথে সাথে সঙ্গীয় ফোর্স নিয়ে এক ইউপি সদস্যের সহযোগিতায় পাচার স্থানে অভিযান চালায়। ইয়াবা পাচারকারী সদস্যরা টের পেয়ে পালিয়া যাওয়ার সময় ০২ (দুই) জনকে গ্রেপ্তার করে ১০,০০০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে তাদের বিরুদ্ধে কক্সবাজার মডেল থানা মামলা নং ১৩/১৭ তারিখ ০৩/০৩/২০১৭ইং জেল হাজতে প্রেরণ করেন। তাদের নাম হল- অংস সিন, পিতা- মৃত ওমঙং, নিনেয়, পিতা- তোয়াং মং সাং- খুরুশকুল রাখাইন পাড়া বলে ডিবি’র এস আই মহসিন ওয়ান নিউজ ডটকম ডট বিডি’র প্রতিনিধিকে জানান। তাদের ব্যাপারে তদন্ত চলছে। অতি সত্ত্বর গডফাদারদের শীঘ্রই খুজে বের করা হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.