আত্মার শান্তির জন্য আমাদের প্রত্যেককে মানব কল্যাণে কাজ করতে হবেঃ শেখ আফিল উদ্দিন এমপি

ইয়ানুর রহমান : সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন পরকালে আত্মার শান্তির জন্য আমাদের প্রত্যেককে মানব কল্যাণে কাজ করতে হবে। এজন্য প্রত্যেক মানুষের নিজের প্রয়োজনে দান করা উচিৎ। অর্থ সম্পদ ক্ষণস্থায়ী আর পরকাল হলো দীর্ঘ স্থায়ী। তাই আখেরাতের পূজির চাইতে পরকালের পূজী সংগ্রহই উত্তম। শনিবার দুপুরে বেনাপোল কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত মসজিদের উন্নয়ন মূলক আলোচনা সভায় প্রধাণ অতিথি হিসাবে একথাগুলি বললেন তিনি।

বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি ও শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় শেখ আফিল উদ্দিন এমপি আরো বললেন, আমরা পৃথিবীর আশায় অথ্যাৎ মানুষ দেখানো দান না করে পরকালের আশায় দান করার চেষ্টা করি। কারণ আমাদের দানের হাতটি যদি “কেবল” লোক দেখানো হয় তাহলে সে দানটি মহান আল্লাহতায়ালা মেনে নিবেন কি না সেটিও ভেবে দেখতে হবে। কারণ ডান হাত দিয়ে দান করব বাম হাত জানতে পারেবে না। তাই, অন্ধকারের মধ্যে দান করাই সর্বশ্রেষ্ঠ।

অনুষ্ঠানের শুরুতে ক্বোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মুজিদ প্রধাণ অতিথি শেখ আফিল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান। সাথে উক্ত মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান প্রধাণ অতিথিকে ক্রেস্ট উপহার দিয়ে সম্মান জানান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস হাউসের সহকারি কমিশনার আলী রেজা হায়দার, বীর মুক্তিযোদ্ধা হাজী মশিয়ুর রহমান, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার আলী আনু ও বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, যশোর জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান।

বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন বেনাপোল পৌর আওয়ামীলীগের সহ সভাপতি আলী কদর সাগর, যুগ্ম সম্পাদক মহাতাব উদ্দিন, শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোয়ারাব হোসেন, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, উলাশী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) শামীম খন্দকার, বাজার কমিটির সভাপতি আজিজুর রহমান, শহীদুল্লাহ মাস্টার, আলহাজ্ব মজনুর রহমান নুপুর, মাওলানা রুহুল আমিন, জাহিরুল ইসলাম প্রমুখ।

এ সময় মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেকলীগসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.