আজ এনটিভিতে অপূর্ব-মৌটুসীর ‘শব্দের শরীর’
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী মৌটুসী বিশ্বাস দু’জনেই ছোটপর্দার জনপ্রিয় মুখ। একসঙ্গে জুটিবেঁধে তারা বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। যা দর্শকপ্রিয়তা পেয়েছে।
নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘আমি নাটকের গল্প পছন্দ না হলে কাজ করি না। ‘শব্দের শরীর’ নাটকের গল্পটা এককথায় অসাধারণ। এখানে রোমান্টিকতা ও দাম্পত্যকলহ দেখা যাবে। এই কলহের একটা সূক্ষ্ম কারণ দেখতে পাবেন দর্শকরা। আমি বলতে চাই, অবশ্যই নাটকটি দেখুন ভালো লাগবে।’
অপূর্ব-মৌটুসী ছাড়াও ‘শব্দের শরীর’ নাটকে আরও অভিনয় করেছেন সাব্বির আহমেদ, জাবেদুর রহমান, জাফিয়া হক, এসএম কাশেম, রাহাদ খান, সাদ্দাম সানি প্রমুখ।
নির্মাতা দীপু হাজরা জানান, বন্ধু-পরিবার সবাইকে নিয়ে দেখার মতো একটি নাটক ‘শব্দের শরীর’। এটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইক। আজ (শুক্রবার) রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে নাটকটি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.