আখেরি মোনাজাতে লাখ লাখ মুসল্লির ঢল নামে ইজতেমা ময়দান
ওয়ান নিউজ: দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথমপর্ব। সকাল ১১টা থেকে ১১ টা ৩৫ মিনিট পর্যন্ত তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি দিল্লির মারকাজের শূরা সদস্য মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভি মোনাজাত করেন। আখেরি মোনাজাতে অংশ নিতে লাখ লাখ মুসল্লির ঢল নামে ইজতেমা ময়দান ও এর আশপাশের সড়কগুলোতে। ভোর থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা ছুটেন টঙ্গীর তুরাগ নদের তীরে।
আখেরি মোনাজাতে অংশ নিতে লাখ লাখ মুসল্লির ঢল নামে ইজতেমা ময়দান ও এর আশপাশের সড়কগুলোতে। ভোর থেকেই ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড়ে রেডিসন, কুড়িল ফ্লাইওভার, খিলক্ষেত, উত্তরা, জসিমউদ্দীন, আবদুল্লাহপুর, চৌরাস্তা, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় যান চলাচল শিথিলতা করা হয়। যানবাহন না পেয়ে অধিকাংশ মুসল্লি পায়ে হেঁটেই রওনা হন।
লাখো জনতা দু’হাত তুলে মগ্ন হয়ে ‘আমিন-আমিন’ বলে স্রষ্টার কাছে ফরিয়াদ জানাচ্ছেন। আখেরি মোনাজাত পরিচালনা করছেন দিল্লির নিজামুদ্দিন মাকাজের প্রধান মুরুব্বী মাওলানা সাদ কান্ধলভী।
প্রথম পর্বের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে বহির্বিশ্বের প্রায় ২০ সহস্রাধিক মুসল্লিসহ প্রায় ৪০ লাখ ধর্মপ্রাণ মুসল্লি মোনাজাতে অংশ নেন।
আগামী ২০ জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। এই পর্বে ১৬ জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.