আইনি জটিলতায় এবার ‘রইস’!
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ দিনকয়েক আগেই আইনি জটিলতার সম্মুখীন হওয়ার খবর ছড়িয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘জলি এলএলবি ২’ ছবির নামে। এবার সেই আইনি সমস্যায় জড়িয়ে পড়তে চলেছে বলিউডের কিং খান শাহরুখের তুমুল আলোচিত ছবি ‘রইস’৷ ছবিটি নিয়ে জরুরি বৈঠকের সিদ্ধান্তও নিয়েছে সেন্সর বোর্ড টিম।
জানা গেছে, ‘রইস’ ছবিতে একটি শিশুর উপর অত্যাচারের দৃশ্য দেখানো হয়েছে৷ মূলত এই দৃশ্যের জন্যই আইনি জটিলতায় জড়িয়ে পড়েছে ‘রইস’৷ সেন্সর বোর্ড থেকে এই দৃশ্যের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে৷ ছবির প্রোডাকশন টিমের সাথে একটি জরুরি বৈঠকের সিদ্ধান্তও নিয়েছে সেন্সর বোর্ড টিম৷
এই ছবিটিতে কি জন্য এমন একটি সংবেদনশীল সিক্যোয়েন্স রাখা হয়েছে সেই বিষয়ে জানতে চেয়েই এই জরুরি বৈঠকের সিদ্ধান্ত নেয় সেন্সর বোর্ড৷ এই বিষয়ে সেন্সর বোর্ডের কাজ প্রশংসনীয়৷
রাজনীতিবিদ আব্দুল লতিফের জীবনের উপর ভিত্তি করেই লেখা হয়েছে ‘রইস’ ছবির চিত্রনাট্য।দুই বছর আগে মুক্তি পাওয়ার কথা হলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়৷ অবশেষে আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ছবিটি৷ এখন দেখার বিষয় সমস্ত জটিলতা অতিক্রম করে সিনেমাটি কতটা সাড়া ফেলে৷
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.