অফিসার পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাক

ওয়ান নিউজঃ ব্র্যাক এন্টারপ্রাইজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । প্রতিষ্ঠানটির ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রোজেক্টে ‘অফিসার, স্টোর’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা:
যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের সব ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ (২.৫০) প্রাপ্ত হতে হবে। পাশাপাশি কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া বাংলা এবং ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে।

আবেদন প্রক্রিয়া:
বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। এ ছাড়া প্রার্থীরা কভার লেটারসহ নিজ জীবনবৃত্তান্ত ‘ব্র্যাক হিউম্যান রিসোর্স ডিভিশন, ব্র্যাক সেন্টার (পঞ্চম ফ্লোর), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২’ ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন। প্রার্থীরা আবেদন পাঠানোর সুযোগ পাবেন ২৯ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত।

সূত্র:বিডিজবস ডটকম

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.