কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তিতারপাড়া এলাকার মোহাম্মদ ইসমাইল এর ছেলে সালাউদ্দিন বাবুকে (২৮) গ্রেফতার করেছে গর্জনিয়া পুলিশ ফাঁড়ি।
মঙ্গলবার ( ১৫ জুলাই) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান।
অভিযানে নেতৃত্ব দেন মোহাম্মদ শাহজাহান মনির
গর্জনিয়া পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, তার বিরোদ্ধে রামু থানায় বিভিন্ন ধারায় ০৩টি মামলা রয়েছে এছাড়াও এলাকায় চুরি, ছিনতাই, মাদক, চোরাচালানসহ ও তার কাছে অবৈধ অস্ত্র আছে তথ্য প্রমাণ পাওয়া গেছে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ শাহজাহান মনির জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে আজকে অভিযানে সালাউদ্দিন বাবুকে গ্রেফতার করা হয়। তা বিরোদ্ধে বিভিন্ন ধারায় মামলাসহ মাদক কারবার, চোরাচালান, ও অবৈধ অস্ত্র আছে এমন খবর রয়েছে। জিজ্ঞাসাবাদে সব তথ্য বের হয়ে আসবে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন আছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.