ভূমি দখল বেদখলে জড়িতরা হাত সঙ্কুচিত করে ফেলুন-পথ সভায় নাজনীন সরওয়ার কাবেরী

মোঃ নেজাম উদ্দিন, কক্সবাজার।
কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী বলেছেন- বঙ্গবন্ধু কণ্যা দেশের জন্য কাজ করে যাচ্ছেন। কিন্তু এলাকাগত ভাবে আমরা নির্যাতিত হচ্ছি। আমাদের অধিকার কেউ কেউ হরণ করে নিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জন্য চিন্তা করেন। মানুষের জন্য কাঁেদন। কিন্তু আমাদের মধ্যে কতিপয় অনেকে আদর্শের বিরুদ্ধে গিয়ে কাজ করছে। বৃহস্পতিবার (১জুন) সকাল ১০টায় রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারে জঙ্গি সন্ত্রাসবাদের ব্যানারে পথসভায় এসব কথা বলেন।  প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- সম্প্রতি গর্জনিয়া ইউনিয়ন থেকে মসজিদের জুমা নামাজ আদায়কালে এক মুসল্লীকে ধরে নিয়ে অস্ত্র মামলায় অন্যায় ভাবে ফাসাঁনো হয়। চারদিকে আজ জায়গা দখল বেদখলের প্রক্রিয়া চলছে। যুবলীগের নাম ভাঙ্গিয়ে গর্জনিয়া বাজারে পল্লী চিকিৎসক জহির উদ্দিন বাবুলের দীর্ঘদিনের দখলীয় জায়গায় স্থিত দোকান দখলের তীব্র প্রতিবাদ জানান তিনি। দখল বেদখল কাজে লিপ্ত সন্ত্রাসীদের হুসিয়ারী উচ্চারণ করে তিনি আরো বলেন- একজন মানুষ গর্জনিয়া বাজারে চরম ভাবে নির্যাতিত হচ্ছে শুনে আমি এগিয়ে এসেছি। ব্যাক্তিগত ভাবে তাঁর সাথে আমার পরিচয় নেই। আমি রাজনীতি করি সেবার জন্য। মানুষকে হুমকি ধমকি, চাঁদাবাজি করার জন্য আমি রাজনীতি করি না। যেখানে অপঘাত, যেখানে সন্ত্রাস, সেখানে হাজির হয়ে আমি রুখে দাড়াবো। যুবলীগ, শ্রমিকলীগ, আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে যারা টাকা পয়সার লেনদেন করেছেন, দোকান দখল বেদখলে ছিনিমিনি খেলছেন তাদের হাত সঙ্কুচিত করে ফেলুন। অন্যথায় সেসব হাত প্রতিবাদী জনগণ গুড়িয়ে দিবে। পথসভায় নাজনীন সরওয়ার কাবেরী সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের তথ্য তুলে ধরে আগামীতেও জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং ঘূর্ণিঝড় মোরা আঘাতে ক্ষতিগ্রস্থ মানুষের প্রতি সমবেদনা জানিয়ে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, গর্জনিয়া বাজারে জনৈক জহির উদ্দিন বাবুলের মালিকানাধীন আরএস ৭০১ খতিয়ানের পিএস- ৬১০, পিএস- ২৬১৭ দাগের ২.৫ জমিটি গত কিছুদিন যাবত সরকার দলীয় কিছু যুবলীগ নেতাকর্মী জবর দখলের উদ্দেশ্যে হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় রামু উপজেলা নির্বাহী অফিসার ও থানায় একাধিক অভিযোগও রয়েছে। জেলা আওয়ামীলীগের কাছে অভিযোগের প্রেক্ষিতে গতকাল ছুটে আসেন জেলা আওয়ামীলীগের এই নেত্রী। পথসভায় আরো বক্তব্য রাখেন- প্রবীণ আওয়ামীলীগ নেতা শফিউল আলম, কচ্ছপিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল কবির হেলাল, মোহাম্মদ হোসেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.