শার্শায় বিপ্লব খুনের জেরে ধরে আওয়ামীলীগ নেতা-কর্মীর বাড়িতে ভাংচুর অগ্নিসংযোগ লুটপাট
নিজস্ব প্রতিবেদক : শার্শায় কলেজ ছাত্র বিপ্লব নিহতের ঘটনার রেশ ধরে জিরেনগাছা গ্রামের আওয়ামীলীগের নিরীহ নেতাকর্মী সমর্থকদের দশটি বাড়িতে দুর্বৃত্বরা অগ্নি সংযোগ সহ ভাংচুর লুটপাট করেছে। এ সময় গরু ছাগলসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুট করেছে বলে ভুক্তভোগীরা জানান। দুটি মটর সাইকেলেও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্বরা।
এলাকাবাসী জানান, গত শনিবার রাত ৯টায় শার্শার মাটিপুকুর গ্রামের কামার বাড়ি মোড়ে ইসলামী জলসা চলছিল। সেখানে এক মিষ্টির দোকানে জিরেনগাছা গ্রামের নজরুল ইসলামের পুত্র কলেজ ছাত্র বিপ্লবের সাথে কয়েক যুবকের হাতাহাতি হয়। এর জের ধরে রাত সাড়ে ৯টার সময় বিপ্লব খুন হয়।
এ ঘটনার পরপরই বেনাপোল – যশোর সড়কের নাভারনের সাতক্ষিরা মোড়ে টায়ার জালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে স্থানীয়রা। শার্শা থানা পুলিশের হস্থক্ষেপে অবরোধ উঠলেও পরক্ষনে জিরেনগাছা গ্রামে ছোট শাহ-আলমের নেতৃত্বে দুর্বৃত্বরা আওয়ামীলীগের নিরীহ নেতাকর্মী সমর্থকদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে তান্ডব চালায়। এ সময় ১০লক্ষাধিক টাকার মালামাল লুটপাটসহ ভাংচুর চালায়। জিরেগাছা গ্রাম জুড়ে দুর্বৃত্বরা আতঙ্কিত করে তোলে। দফায় দফায় হামলা চালিয়ে এলাকা ছাড়া করে আওয়ামীলীগ নেতা কর্মীদের।
এলাকাবাসী জানান, জিরেনগাছা গ্রামের আওয়মীলীগ নেতা মহব্বত আলী মার্কেট কামারবাড়ী মোড়ের আওয়ামীলীগ সমর্থীত দোকান পাটে লুটতরাজ চালায় দুর্বৃত্বরা।
এদিকে, নিহত কলেজ ছাত্র বিপ্লবের লাশ ময়না তদন্ত শেষে নাভারনে পৌছালে সেখানে খুনিদের আটক করে শাস্তির দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা।
এ ব্যাপারে শার্শা থানার ওসি মনিরুজ্জামান বলেন, দলীয় কোন্দলেই এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। তবে তদন্তের পরই বেরিয়ে পড়বে আসর ঘটনা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি আটকে অভিযান অব্যাহত রয়েছে। এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে। নাভারন ও জিরেনগাছা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার রাতে বিচ্ছিন্ন এক ঘটনার জের ধরে কলেজ ছাত্রকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্বরা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.