নৌকার সমর্থনে জুলধা ইউনিয়নে ছাত্রলীগের সভা

নিজস্ব প্রতিবেদকঃ

কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান এর নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী প্রস্তুতি বৈঠক সম্পন্ন করেছে।

আজ ৫ই আগষ্ট সন্ধ্যা ৭ ঘটিকার সময় ডাঙ্গারচর ১, ২, ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাথে জুলধা ইউনিয়ন ছাত্রলীগের মতবিনিময় সভা জুলধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ নুরুল হক চৌধুরীর সভাপতিত্বে আজ বৈঠকে বসেন।

এতে সাধারন সম্পাদক মোরশেদ এর সন্ঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলধা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আওয়ামীলীগ নেতা শেখ মুহাম্মদ, জুলধা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাহাব উদ্দীন মেম্বার, শরীফ মিয়াজী মেম্বার, সাইফুল ইসলাম বদি মেম্বার, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা তারুণ্যের অহংকার তাওহীদুল ইসলাম জেকি।

এ ছাড়াও এ্যাড. ইসতিয়াক চৌধুরী ও সফিউল আলম,জুলধা ইউনিয়ন যুবলীগ নেতা মহিউদ্দীন, আব্বাস উদ্দীন।

নেতৃবৃন্দরা আগামী ২০শে আগষ্ট কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সম্মেলিতভাবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে সহমত প্রকাশ করেন। আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সবাই নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভায় সমাপনী বক্তব্যে মোঃ নুরুল হক চৌধুরী বলেন, আমরা প্রতিটি ওয়ার্ডে নিঃস্বার্থ মুজিব সৈনিকদের নিয়ে ওয়ার্ড ভিত্তিক প্রচারনা কমিটি করছি। এই কমিটির সদস্যদের নিয়ে ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সাথে সমন্বয় করে প্রচারনা চালাবো। আমাদের সকলের এক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা নৌকার বিজয় নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

এতে আরো বক্তব্য রাখেন জুলধা ইউনিয়ন ছাত্রলীগ নেতা রিপন, এশাম, মামুন, বেলাল, শাহীন, সৈকত দে, জুনায়েদ সেলিম প্রমুখ।

উল্লেখ্য, প্রতিটা ওয়ার্ডে ৩০সদস্য বিশিষ্ট একটি প্রচারনা কমিটি করা হচ্ছে তার ধারাবাহিকতায় ডাঙ্গারচরের তিনটি ওয়ার্ডে প্রচারণা কমিটি করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটা ওয়ার্ডে এই প্রচরণা কমিটির কাজ অব্যাহত রাখা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.