চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

চবি সংবাদদাতাঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এতিম আলী কটেজ থেকে জাহাঙ্গীর আলম রাজু নামের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের পাশে এতিম আলী কটেজের একটি কক্ষে তার মরদেহ দেখতে পান আইন বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন।

রাজু অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।

নিহত জাহাঙ্গীর আলম রাজুর বাবার নাম সিরাজুল ইসলাম। তিনি নোয়াখালীর সুনাইমুড়ির হোসেনপুরের বাসিন্দা। দুই ভাইয়ের মধ্যে তিনি বড় ছিলেন।

প্রত্যক্ষদর্শী সাজ্জাদ হোসেন জানান, সকালে রাজুর বাড়ি থেকে তার ভাই ফোন করে যোগাযোগ করতে পারছে না বলে জানান। সকাল সাড়ে ৮টার দিকে অনেক ডাকাডাকি করলেও রাজুর কোনো সাড়া মেলেনি। পরে ১১টার দিকে জানালার ফাঁক দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। দুই দিন আগেও তার সঙ্গে সামনা-সামনি কথা হয়েছিল। সেসময় তাকে স্বাভাবিক মনে হয়েছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, প্রাথমিকভাবে এটাকে আত্নহত্যা বলে ধারণা করছি।ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.