GRAZIA ম্যাগাজিনের কভারে মোহময়ী ঐশ্বরিয়া

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ বিশ্বের অন্যতম সুন্দরীদের তালিকায় বেশ উপরের দিকেই রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। রূপালি পর্দায় তিনি যে চরিত্রেই অভিনয় করুন না কেন, সব ক্ষেত্রেই তার রূপ চোখ ধাঁধানো। তাছাড়া যেখানেই যান সবার নজর কাড়েন তিনি।

এই সাবেক বিশ্ব সুন্দরী শুধু বলিউডের জনপ্রিয় অভিনেত্রীই নন, তিনি একজন কর্তব্যপরায়ণ মা-ও। নিজের ক্যারিয়ারের পাশাপাশি যথেষ্ট সময় দেন পরিবার এবং মেয়ে আরাধ্যাকে। এতকিছু সামলেও তিনি এখনো অপরূপা।

সম্প্রতি আবারও এ কথার প্রমাণ দিলেন বচ্চন পরিবারের বধূ। Grazia ম্যাগাজিনের কভারে দেখা গেল তাকে। তার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে Grazia ইন্ডিয়া। যেখানে ঐশ্বরিয়া আরও মোহময়ী রূপে হাজির হয়েছেন।

উল্লেখ্য, খুব শিগগিরই অনিল কাপুর এবং রাজকুমার রাওয়ের সাথে ফেনি খান ছবিতে দেখা যাবে ঐশ্বরিয়া রাই বচ্চনকে। ছবির বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও চলতি বছরই নাকি শুটিং শুরু হবে বলে জানা গেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.