নতুন ধারাবাহিকে মৌসুমী হামিদ
ওযান নিউজ বিনোদন ডেক্সঃ সম্প্রতি নতুন একটি ধারাবাহিকের কাজ শুরু করেছেন লাক্সতারকা মৌসুমী হামিদ। নাম ‘সিনেম্যাটিক’। নির্মাণ করছেন ইমরাউল রাফাত। শিগগিরই নাটকটি আরটিভিতে প্রচার শুরু হবে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘তিন বছর পর ইমরাউল রাফাত ভাইয়ের নির্দেশনায় কাজ করছি। এই ধারাবাহিকে কাজ করে খুবই ভালো লাগছে। চলচ্চিত্রপ্রেমী একটি পরিবারকে কেন্দ্র করে এর গল্প এগিয়েছে।’
এদিকে মৌসুমী অভিনীত গোলাম সওয়ার দুদুলের ‘সংসার’ ধারাবাহিকটি বর্তমানে এনটিভিতে প্রচার হচ্ছে। শুধু নাটক নয়, রূপালি পর্দাও দ্যুতি ছড়াচ্ছেন মৌসুমী।
সর্বশেষ তার অভিনীত ‘জালালের গল্প’ ছবিটি দেশ-বিদেশে নানা সম্মাননায় ভূষিত হয়েছে। এছাড়া তার মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘পূর্ণ্যদৈর্ঘ্য প্রেমকাহিনি-২’, ‘ব্ল্যাকমেইল’ ও ‘ব্ল্যাকমানি’।
এছাড়া আগামী বছর আরেকটি ছবির কাজ শুরুর কথা রয়েছে। ছবির নাম ‘কয়লা’। এটি পরিচালনায় করবেন সুমন আনোয়ার। এতে মৌসুমী ছাড়াও অভিনয় করবেন মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।
Comments are closed.