নিজাম উদ্দিন, চকরিয়া।
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের একঝাঁক তরুণদের সংঘটন ‘ডাকাবাংলা ইসলাম প্রচার ইসলামী তরুণ সংঘ’র নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (১৯জানুয়ারি) ডাকবাংলা জামে মসজিদ সংলগ্ন নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ৩২জন সদস্যের ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ রবিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে সর্বাধিক ভোটে মোঃ ইমরান সভাপতি, মিজানুর রহমান সাধারণ সম্পাদক ও আনোয়ার হোসেন অর্থ সম্পাদক নির্বাচিত হয়।
এছাড়াও সহ-সভাপতি মোহাম্মদ ওমর আলী, সহ-সাধারণ সম্পাদক মেহেদি, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, সহ-সাংগঠনিক ওসমান গণি, সহ-অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম নির্বাচিত হয়েছে। নতুন কমিটির মেয়াদ আগামী ১৯ জানুয়ারী ২০১৯ ইংরেজী তারিখ পর্যন্ত বলবত থাকবে বলে সংঘটনের পক্ষ থেকে জানা গেছে।