নাইক্ষ্যংছড়িতে ৫৮০০ ইয়াবাসহ নারী আটক

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৫৮০০ ইয়াবাসহ আরজু বেগম (৩০) নামের নারীকে আটক করেছে বিজিবি।
মহিলাটির সাথে দেড় বছরের এক শিশু রয়েছে।
শনিবার (১৭ জুলাই) রাতে উপজেলার দুর্গম সাপমারাঝিরি নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
সে ঐ এলাকার মৌলভী আমিরুজ্জামানের স্ত্রী।
বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্ণেল আব্দুল আজিজ আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.