ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ চ্যাম্পিয়ন্স লিগের রাত, ভেন্যু ন্যু ক্যাম্প। ২০২২ সালের পর ঘরের এই মাঠে ইউরোপসেরার মঞ্চে নামল বার্সেলোনা। তবে শুরুটা হলো আতঙ্ক দিয়ে, ২১ মিনিটেই পিছিয়ে পড়ল দল। কিন্তু বিরতির পর দৃশ্যপট বদলে দিলেন একজন ডিফেন্ডার। জুল কুন্দের জোড়া গোলে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ২-১ ব্যবধানে হারিয়ে জয়ে ফিরেছে কাতালান জায়ান্টরা।
ঘরের মাঠে ম্যাচের শুরুতেই হোঁচট খায় বার্সা। ২১ মিনিটে আন্সগার কেনাউফ গোল করে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টকে এগিয়ে দেন। প্রথমার্ধে সফরকারীদের দাপটে বেশ কোণঠাসা হয়ে পড়েছিল বার্সার রক্ষণভাগ।
তবে বিরতির পরই পাল্টে যায় বার্সেলোনার চেহারা। ৫০ মিনিটে মার্কাস রাশফোর্ডের নিখুঁত ক্রসে দুর্দান্ত হেডে দলকে সমতায় ফেরান কুন্দে। এর রেশ কাটতে না কাটতেই তিন মিনিট পর আবারও কুন্দের হেড। তবে এবার ঠিক গোলের উদ্দেশ্যে না মারলেও বল জালে জড়িয়ে যায়। এতে ২-১ ব্যবধানের লিড পায় বার্সা।
ম্যাচ শেষে জয়ের নায়ক কুন্দেকে প্রশংসায় ভাসান সতীর্থ পেদ্রি। দ্বিতীয় গোলটি নিয়ে খুনসুটিও করেন তিনি, ‘আমার মনে হয় দ্বিতীয় গোলটা সে গোলের উদ্দেশ্যে মারেনি, যাই হোক তাকে জিজ্ঞেস করব। তবে কুন্দে অনেক পরিশ্রম করে, এই গোলগুলো তার প্রাপ্য।’
এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে জয়ের খরা কাটল বার্সার। এর আগে ক্লাব ব্রুজের সঙ্গে ড্র (৩-৩) এবং চেলসির কাছে হেরেছিল (৩-০) তারা। এই জয়ে পয়েন্ট তালিকার ১৪তম স্থানে উঠে এসেছে বার্সেলোনা, আর ৩০তম স্থানে নেমে গেছে ফ্রাঙ্কফুর্ট।
