৯ ফেব্রুয়ারি দায়িত্ব নেবে নতুন কমিশন

ওয়ান নিউজঃ সদ্য নিয়োগ পাওয়া নির্বাচন কমিশনাররা আগামী ৯ ফেব্রুয়ারি দায়িত্ব নেবেন। তবে ওই দিন প্রধান নির্বাচন কমিশনারসহ ৪জন শপথ নিয়ে দায়িত্ব বুঝে নেবেন। জানালেন নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) আসাদুজ্জামান আরজু।

তিনি বলেন, আসছে ৯ ফেব্রুয়ারি নতুন নিয়োগ পাওয়া নির্বাচন কমিশনাররা দায়িত্ব গ্রহণ করবেন। তবে ওই দিন প্রধান নির্বাচন কমিশনার ও ৩ জন কমিশনার দায়িত্ব বুঝে নেবেন বর্তমান কমিশন থেকে। বর্তমান ইসি কমিশনার মো. শাহনেওয়াজের দায়িত্ব শেষ না হওয়ায় বাকি একজন দায়িত্ব গ্রহণ করবেন আসছে ১৫ ফেব্রুয়ারি।

আসাদুজ্জামান বলেন, বর্তমান নির্বাচন কমিশনের ৫ সদস্যের মধ্যে সিইসিসহ ৪ জনের মেয়াদ শেষ হচ্ছে ৮ ফেব্রুয়ারি। তার পরের দিন ৯ ফেব্রুয়ারি নতুন নিয়োগ পাওয়া ইসির ৪ সদস্য শপথ নেবেন। তবে একজন কমিশনার দায়িত্ব নেবেন ১৫ ফেব্রুয়ারি। কারণ বর্তমান কমিশনার শাহনেওয়াজের মেয়াদ আছে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

সোমবার রাতে সাবেক সচিব কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার করে নতুন নির্বাচন কমিশন নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর আগে ইসি নিয়োগের সুপারিশের জন্য গঠিত সার্চ কমিটি প্রতি পদের বিপরিতে ২ জন করে ১০ জনের নাম প্রস্তাব করেন রাষ্ট্রপতির কাছে। সেখান থেকে কে এম নুরুল হুদাকে প্রধান করি নির্বাচন কমিশন গঠন করেন।

নির্বাচন কমিশনরে অন্য সদস্যরা হলেন- সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.