৯৯ টেস্টে ২৫টি ম্যান অব দ্য ম্যাচ
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ টেস্ট পরিবারের দশম দেশ হিসেবে টেস্ট ম্যাচ খেলার সেঞ্চুরি করার অপেক্ষায় বাংলাদেশ। তার আগে পেছন ফিরে তাকালে হতাশার ছবিটাই বড় হয়ে উঠে। এ পর্যন্ত খেলা ৯৯ টেস্টে সাফল্যের তুলনায় ব্যর্থতার পাল্টাটা অনেক বেশি ভারী। ৭৬ হারের বিপরীতে জয় মাত্র ৮টি! বাকি ১৫টিতে ড্র। তবে দলীয় এই পরিসংখ্যানের বৃত্ত ছিড়ে বাংলাদেশি ক্রিকেটাররা যে ব্যক্তিগত নৈপূণ্যে অনেক বেশি ভাস্বর ছিলেন, অন্য একটা তথ্যেই তার প্রমাণ। ৯৯ টেস্টের মধ্যে বাংলাদেশ মাত্র ৮টিতে জিতলেও ব্যক্তিগত নৈপূণ্যের ঝলক দেখিয়ে বাংলাদেশি ক্রিকেটাররা ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ছিনিয়ে এনেছে ২৫টি ম্যাচে!
মানে বাংলাদেশ ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ঘরে তুলেছে জয় এবং ড্র ম্যাচের যোগফলের চেয়েও (৮+১৫=২৩) দুটি বেশি ম্যাচে! মানে খুব সোজা, প্রতিপক্ষ জিতেছে এমন ম্যাচেও ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিজেদের পকেটে তুলেছেন বাংলাদেশি ক্রিকেটাররা! অনুমিতভাবেই ব্যক্তিগতি এই নৈপূণ্যের ঝিলিকে বাকি সবাইকে ছাপিয়ে আপন মহিমায় ভাস্বর ছিলেন তিন সংস্করণের ক্রিকেটেই বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
নিজে খেলা ৪৮টি টেস্টের মধ্যে ৫টিতেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সাকিব। ৬১ টেস্ট খেলা মোহাম্মদ আশরাফুল ও ৫৩ টেস্ট খেলা মুশফিকুর রহীম এই পুরস্কার পেয়েছেন সমান তিন বার করে। সমান দুবার করে পুরস্কারটি পকেটে তুলেছেন মুমিনুল হক ও তামিম ইকবাল। মুমিনুল টেস্টে ২২ টেস্টে, তামিম ৪৮ টেস্টে।
এ ছাড়া টেস্টে একবার করে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারের আলোয় আলোকিত হয়েছেন অলক কাপালি, ইলিয়াস সানি, এনামুল হক জুনিয়র, জাভেদ ওমর বেলিম গুল্লু, মাশরাফি বিন মর্তুজা, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ রফিক, মোস্তাফিজুর রহমান, সোহাগ গাজী ও তাইজুল ইসলাম। এর মধ্যে বাংলাদেশের বোলিং সেনসেশন মোস্তাফিজ মাত্র ৩ টেস্ট খেলেই একবার ম্যাচসেরা। সেটাও নিজের অভিষেক টেস্টেই, ২০১৫ সালের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে।
ব্যক্তিগত নৈপূণ্যের আরেক পুরস্কার সিরিজ সেরার অ্যাওয়ার্ড জয়েও বাংলাদেশি ক্রিকেটারদের সাফল্য ঈশর্নীয়! শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজটা বাংলাদেশের খেলা ৫১তম সিরিজ। এর মধ্যে মাত্র ৩টি সিরিজে জিতেছে বাংলাদেশ। ড্র করেছে ৫টি সিরিজে। বাকি সব সিরিজেই হার। অথচ বাংলাদেশি ক্রিকেটাররা সিরিজ সেরার পুরস্কার পেয়েছে মোট ৮টি সিরিজে!
এখানেও বাকি সবাইকে ছাপিয়ে আপন আলোয় উজ্জ্বল সাকিব। তিনি সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন ৩ বার। এ ছাড়া এক বার করে এই গৌরবের মুকুট মাথায় তুলেছেন মুমিনুল হক, তামিম ইকবাল, এনামুল হক জুনিয়র, জাভেদ ওমর বেলিম গুল্লু ও মেহেদী হাসান মিরাজ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.