৭ উইকেটে জিতল ঢাকা ডায়নামাইটস
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ বিপিএলের ২৯তম ম্যাচে চিটাগাংয়ের দেওয়া ১৮৭ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ৭ বল বাকি থাকতেই ভাইকিংসের বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে ঢাকা ডায়নামাইটস। ঢাকার হয়ে এভিন লুইস ৭৫, ডেনলি ৪৪, ডেলপোর্ট ৪৩ ও সাকিব ২২ রান করেন।
চিটাগাংয়ের হয়ে তাসকিন, তানভীর হায়দার ও রাইয়ান ইমরিত ১টি করে উইকেট নেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে চিটাগাং ভাইকিংস ব্যাটিংয়ে নেমে চিটাগংয়ের ওপেনার সৌম্য সরকার ব্যক্তিগত ১ রান করে সাজঘরে ফেরেন। অন্যদিকে, আরেক ওপেনার ও অধিনায়ক লুক রঞ্চি করেন ৫৯ রান। তিন নম্বরে নামা এনামুল হক বিজয় করেন ৭৩ রান। শেষ দিকে নাজিবুল্লাহ জাদরান ১৬ রান করে বিদায় নেন। সিকান্দার রাজা অপরাজিত ছিলেন ২৬ রান। রায়াদ এমরিত ১ রানে অপরাজিত থাকেন।
ঢাকা ডায়নামাইটসের হয়ে সুনীল নারাইন, সাকিব,শহীদ আফ্রিদি, আবু হায়দার রনি ও মোহাম্মদ শাহীদ ১টি করে উইকেট পান।
Comments are closed.