“৭১এর রাজাকার আর ৭৫ এর খুনীদের সাথে কোন আপোষ হবেনা”-মাহবুবুল আলম হানিফ
জে,জাহেদ ব্যুরোচিফ চট্টগ্রামঃ
আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে।
৭১এর রাজাকার আর ৭৫ এর খুনীদের সাথে কোন আপোষ হবেনা।
আজ শনিবার ৯ই ডিসেম্বর পটিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাশেদ মনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন শুরু হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল, দক্ষিণ জেলা অাওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন চৌধুরী, পটিয়ার এমপি সামশুল হক চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সাবেক সভাপতি আকম সামশুজ্জামান চৌধুরী প্রমুখ।
মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি জামায়াত জোট দেশকে পিছিয়ে দিয়েছিল সর্বক্ষেত্রে। সেখান থেকে জননেত্রী শেখ হাসিনা দেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন।
পটিয়ার এমপি অালহাজ্ব সামশুল হক চৌধুরী বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে শুধু পটিয়া নয় সারাদেশে বিএনপি জামায়াতের কোন লোক থাকবে না। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রায় ৬ শতাধিক কাউন্সিলর সরাসরি ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করবেন বলে জানা যায়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.