প্রেস বিজ্ঞপ্তি:
৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছে কক্সবাজার জেলা বিএনপি। গতকাল বুধবার বিকাল ৩টায় জেলা বিএনপি কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সভাপতিত্বে ও প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, সহ-সভাপতি মমতাজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আকতারুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক এম. মোকতার আহমদ, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জল। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন জেলা ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক একরামুল হক।
সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, ‘৭ নভেম্বর জাতীয় জীবনের এক অবিস্বরণীয় দিন। কারণ বাকশাল কায়েমের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে গলা টিপে হত্যা করা হয়েছিল। ফলে দেশে চরম অশান্তি ও হতাশা নেমে আসে। এই প্রেক্ষাপটে ১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতা সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুনরোজ্জীবতের অঙ্গীকার নিয়ে সৈনিক-জনতা রাজপথে নেমে এসেছিল। সেই চেতনাকে ধারণ করে বর্তমান সরকারের গণতন্ত্র বিনাশ ও মানুষের বাক-স্বাধীনতা হরণের বিরুদ্ধে সকল জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে।’
তিনি সরকারের ইশারায় দায়ের হওয়া গায়েবী মামলা ও বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘জেলা বিএনপি সদস্য আবদুল কাসেমকে গ্রেফতার করা হয়েছে সরকারী দলের ইশারায়। আমি তাকেসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবি জানাচ্ছি।’
আলোচনায় সভায় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.