৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোতে স্বীকৃতি পাওয়ায় আনন্দ শোভা যাত্রায় সিবিআইইউঃ
বিশেষ প্রতিবেদকঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি প্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত আনন্দ শোভাযাত্রায় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
আজ সকাল ১১ টার সময় ভার্সিটি চত্বর থেকে শহর প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি।
বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর আবদুল হামিদের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীগণ।
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের ” স্বীকৃতি প্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত আনন্দ শোভাযাত্রা।
এতে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর আবদুল হামিদের নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নাজিম উদ্দিন সিদ্দিকী, আইন বিভাগের চেয়ারম্যান ড. মোঃ নায়িম আলিমুল হায়দার, বিবিএ ডিপার্টমেন্টের প্রধান রাজিদুল হক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজিদুর রহমান, আমিরুল ইসলাম, শাকিল আহমদ, রাজেদুর রহমান, তৌসিফ আহমেদ, তাসনিয়া ফারজানা, সহকারী রেজিস্ট্রার (জনসংযোগ) কুতুব উদ্দিন, আব্দুল মালেক প্রমুখ সহ সকল ডিপার্টমেন্টের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীগণ বিপুল পরিমান শিক্ষার্থী।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.