৫৭ ধারা বাতিলের দাবিতে রাজপথে জেইউসি
ওয়ান নিউজঃ সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধের দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত কর্মসূচির আলোকে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের (জেইউসি) উদ্যোগে রাজপথে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
এ সময় বক্তারা ৫৭ ধারাসহ গণমাধ্যমবিরোধী সকল কালাকানুন, বাতিল রেজিস্টার্ড সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি সমন্বয়ে নবম ওয়েজ বোর্ড গঠন ও বন্ধ মিডিয়া খুলে দেয়ার দাবি জানান।

রোববার বেলা সাড়ে ১১টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে চত্বরে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠন, সাংবাদিক নেতা, সম্পাদকসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রবীণ সাংবাদিক এসএম আমিনুল হক চৌধুরী, দৈনিক রূপালী সৈকত সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, জেইউসির সাধারণ সম্পাদক হাসানুর রশীদ, সকালের কক্সবাজার সম্পাদক ফরহাদ ইকবাল, নুরুল ইসলাম হেলালী, মোহাম্মদ হাসিম, ইসলাম মাহমুদ, ইমাম খাইর, ইকবাল বাহার ও ছৈয়দ আলম প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.