৫৭ ধারার অপপ্রয়োগ রোধে তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান ওবায়দুল কাদের

ওয়ান নিউজ ডেক্সঃ তুচ্ছ কারণে ৫৭ ধারার অপপ্রয়োগ ঠেকাতে তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর পরিসংখ্যান ভবনের সামনের সড়কে ডায়াডাক্ট ও স্টেশন নির্মাণ কাজের উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সেখানে আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনসহ গণমাধ্যমের প্রশ্ন ছিলো বিতর্কিত ৫৭ ধারা নিয়ে।

মেট্রোরেল নির্মাণ প্রকল্পের প্যাকেজ ৩ ও প্যাকেজ ৪ এর আওতায় মেট্রোরেলের ডায়াডাক্ট ও স্টেশন নির্মাণ কাজের উদ্বোধন করে মন্ত্রী জানিয়েছেন, হলি আর্টিজানের ঘটনার কারণে ৮ মাস পিছিয়েছে মেট্রোরেলের কাজ। সাময়িক অসুবিধা মেনে নিতে নগরবাসীর প্রতি আহ্বান জানান মন্ত্রী।

জাইকার অর্থায়নে ২২ হাজার কোটি টাকা ব্যয়ে ২০১২ সালে শুরু হয় মেট্রোরেলের কাজ। চলবে ২০২৪ সালের জুন পর্যন্ত। তবে টার্গেট সময়ের মধ্যে মেট্রোরেলের কাজ শেষ হবে কিনা সে বিষয়ে কথা বলেন মন্ত্রী।

এদিকে আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী নিয়ে বিতর্ক সৃষ্টি না করে সরকারের সঙ্গে পরামর্শ করেই সংবিধান সম্মতভাবেই সেনা মোতায়েন হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.