৫ই জানুয়ারি ঝিনাইদহ চিনিকল শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তারিখ ঘোষণা
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মোচিকের সাধারণ ক্লাবের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৫ জানুয়ারি শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়েছে।
শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম নবীর সভাপতিত্বে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, গোলাম রসুল, কাজী সেলিম রেজা, আব্দুস সাত্তার, জবেদ আলী, মিঠু শিকদার, কবীর হোসেন। সভায় সকলের সম্মতিক্রমে সিন্ধান্ত হয় আগামী ২০১৭ সালের ৫ জানুয়ারী শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করবেন সিআইপি সোহেল আহম্মেদ। তাকে সহযোগিতা করবেন মতিন খান, রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম ও মনির হোসেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.