৪৮ ঘন্টায় ‘মূল পরিকল্পনাকারী’ হান্নানকে আটক করে চমকে দেন পিবিআই
জে,জাহেদ বিশেষ প্রতিবেদকঃ
কর্ণফুলী এলাকায় চার নারীকে ধর্ষণের ঘটনায় মূল পরিকল্পনাকারী মোঃ আবদুল হান্নানকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মো.আব্দুল হান্নান প্রকাশ হান্নান (৪৫) নামে ওই ব্যক্তি ঘটনার মূল পরিকল্পনাকারী বলে তথ্য দিয়েছে সদ্য গ্রেফতারকৃত আবু সামা তার জবানবন্দিতে।
বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হান্নানকে নগরীর কোতয়ালী মোড় থেকে গ্রেফতার করা হয়েছে।
এই নিয়ে পিবিআই মিজান, আবু সামা ও হান্নানকে আটক করতে সক্ষম হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক (মেট্রো) সন্তোষ কুমার চাকমা সংবাদকর্মীদের বলেন, আবু সামা জবানবন্দিতে জানিয়েছে, হান্নানই মূল পরিকল্পনাকারী। তবে আমরা এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত নয়। আমরা সেটি তদন্ত করে দেখছি।
সূত্রমতে, আব্দুল হান্নান বর্তমানে চট্টগ্রাম নগর পুলিশের বিশেষ শাখায় কর্মরত উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল মান্নানের ভাই বলে জানা যায়।
মঙ্গলবার গ্রেফতারের পর বুধবার বিকেলে আবু সামা (৪৫) আদালতে জবানবন্দি দিয়েছেন।
তথ্যমতে জানা যায়,আব্দুল হান্নান কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ইউপি সদস্য প্রার্থী ছিলেন।
তিনি কর্ণফুলী এলাকার বড়উঠোন ইউপির ৯নং ওয়ার্ডের কোট্টাপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা আহম্মেদ মিয়ার পুত্র বলে জানা যায়।
গত ১২ ডিসেম্বর গভীর রাতে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের শাহ মিরপুর গ্রামে একটি বাড়িতে ডাকাতি করতে গিয়ে বাড়ির চার নারীকে ধর্ষণ করে ডাকাতরা।
চারজনের মধ্যে তিনজন প্রবাসী তিন ভাইয়ের স্ত্রী, অন্যজন তাদের বাড়িতে বেড়াতে আসা ননদ ছিল।
এদিকে বাকি আসামীদেরও গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে বলে জানান পিবিআই।
মামলার দায়িত্ববার গ্রহণ ৪৮ ঘন্টার মধ্যে মুল পরিকল্পনাকারীকে আটক করে বেশ প্রশংসা ভাসছে স্পেশাল পিবিআই।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.