৪নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ফরিদুল ইসলামের মনোনয়ন ফরম সংগ্রহ

চকরিয়া পৌরসভা নির্বাচন:

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল মোতাবেক আগামী ১১ এপ্রিল চকরিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে চকরিয়া পৌরসভার প্রাণকেন্দ্র ৪ নম্বর ওয়ার্ডে বিশিষ্ঠ সমাজ সেবক, শিক্ষানুরাগী, সকল সম্প্রদায়ের আপনজন ও পরিচিতমুখ পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

তিনি বৃহস্পতিবার দুপুরে চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো.শহিদুল ইসলামের কাছ থেকে
এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহকালে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কার্যালয়ের সহকারী কর্মকর্তা মো.নুরুল হুদা, সাংবাদিক, এলাকার বিভিন্ন মুরব্বী, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কাউন্সিলর প্রার্থী ফরিদুল ইসলাম এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, চকরিয়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডকে আধুনিক, মড়েল ওয়ার্ড হিসেবে রূপান্তিত করতে ও সমাজের ন্যায় বিচার প্রতিষ্টায় কাউন্সিলর পদে গতবারের ন্যায় এবারও আমি প্রার্থী হয়েছি। বিগত সময়ে সামান্য ভোটে হেরে গেলেও আমি এক মুহুর্তের জন্য এলাকার জনসাধারণ কাছ থেকে দুরে সরে যায়নি। প্রতিটি দুর্যোগকাল সময়ে আমার সামর্থ্যানুযায়ী এলাকার মানুষের পাশে ছিলাম।

তিনি আরও বলেন, মহান সৃষ্টিকর্তা আমাকে বিজয়ী করলে এলাকার অবকাঠামো উন্নয়ন ও অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে যাবো। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সকল সম্প্রদায়ের কাছে দলমত নির্বিশেষে দোয়া ও সমর্থন কামনা করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.