নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে সর্বশেষ ২৪ ঘন্টা নমুনা পরীক্ষায় ৩৬ জন রোহিঙ্গাসহ ৭৮ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নতুন করণ আক্রান্ত হয়েছেন ৭৬ জন। এছাড়াও ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে ২ জনের। এ তথ্য জানিয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যাধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ শাহজাহান নাজির। তিনি জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় ৬৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৫৮০ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ৯ জন রামুর বাসিন্দা ২ জন, উখিয়ার বাসিন্দা ১৫ জন পেকুয়ার বাসিন্দা একজন, মহেশখালীর বাসিন্দা ১ জন ও বান্দরবানের বাসিন্দা ৩ জন।
১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.