৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

ওয়ান নিউজঃ ছত্রিশতম বিসিএসের লিখিত পরীক্ষার ফল সরকারি কর্মকমিশন (পিএসসি) প্রকাশ করেছে।পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৯৯০ জন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন এ তথ্য জানিয়েছেন।

ফলাফল পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে পাওয়া যাবে। এছাড়া মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে লিখিত পরীক্ষার ফল জানা যাবে। এক্ষেত্রে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে PSC লিখে স্পেস দিয়ে 36 লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজে ফল জানা যাবে।

গত বছরের ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত আবশ্যিক এবং ৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ৩৬তম বিসিএসের পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা হয়। গত বছরের ১০ ফেব্রুয়ারি ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১৩ হাজার ৮৩০ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন। প্রিলিমিনারি পরীক্ষা হয় ২০১৬ সালের ৮ জানুয়ারি। এতে দুই লাখ ১১ হাজার ৩২৬ জন অংশ নিয়েছিল।

২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এর মাধ্যমে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৮০ জনকে নিয়োগ দেওয়া হবে। ‘উত্তীর্ণদের আগামী ১২ মার্চ থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। তবে মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.