৩৩ ক্ষুদ্র নৃ-গোষ্টিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গরু উপহার

প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার সদরের ২ ইউনিয়ন (চৌফলদন্ডি ও খুরুশকুল)এর ৩৩ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির নারী পুরুষ পেল গরু(বকনা) সহ গুরুর খাদ্য। কক্সবাজার সদর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায় সমতল ভূমিতে বসাবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সদর উপজেলার পক্ষ থেকে বাছাই করা ২ ইউনিয়নের ৩৩ জন ক্ষুদ্র-নৃ-গোষ্টির নারী পুরুষরা এই সহায়তা পেয়েছে।
১ ডিসেম্বর কক্সবাজার সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটি।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল।
তিনি বলেন, এটা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। করোনা কালীন সময় সাধারণ মানুষ যাতে আর্থিক কষ্ট না পায় সে জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সবার জন্য উন্নয়ন প্রকল্প গ্রহন করা হয়েছে। শেখ হাসিনার সরকারের সময়ে কোন মানুষ অভুক্ত থাকবে না। এটাই শেখ হাসিনার রাজনীতি তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করতে তিনি সবার প্রতি অনুরোধ জানান। একই সাথে প্রধানমন্ত্রীর উপহারকে যন্ত করে বড় করে স্বাবলম্বি হওয়ার জন্য পরামর্শ দেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওয়াহিদুল আলম, প্রাণী সম্পদ অধিদপ্তর (ডিটিএলপি) এর উপ প্রকল্প পরিচালক ডাঃ মোঃ আনোয়ার সাহাদাৎ, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ অসীম বরণ সেন। প
রে উপকারভোগীদের মাঝে গরু এবং গরুর জন্য ৩ মাসের খাবার বিতরণ করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.