২ হাজার পিস ইয়াবাসহ ২ যুবককে আটক
ওয়ান নিউজঃ কক্সবাজার সদরের ভারুয়াখালী সওদাগর পাড়া থেকে ২ হাজার পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে র্যাব। র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিনের নেতৃত্বে বুধবার দিবাগত রাত প্রায় দেড় টার দিকে সওদাগর পাড়াস্থ কমিউনিটি ক্লিনিকের সামনে এই অভিযান চালানো হয়। এসময় ক্রয়-বিক্রয়কালে উল্লেখিত ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো-চকরিয়া উত্তর লক্ষ্যারচরের মৃত আলমগীরের পুত্র মোঃ রুহুল আমিন (২৮) ও ভারুয়াখালীর মৃত আলী আকবরের পুত্র মোঃ শাহাব উদ্দিন (২৪)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৮ লক্ষ টাকা বলে জানিয়েছেন মেজর মোঃ রুহুল আমিন। তিনি আরো জানান-আটককৃতদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.