২ জাহাজের কমিশনিং করলেন প্রধানমন্ত্রী
চট্রগ্রাম প্রতিনিধিঃ কোস্টগার্ড বহরে ২টি জাহাজের কমিশনিং করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো হচ্ছে কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দ নজরুল।
বৃহস্পতিবার বেলা ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি চট্টগ্রামে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে অবতরণ করে। এরপর বেলা ১২টায় অনুষ্ঠানস্থলে পৌঁছলে কোস্টগার্ডের একটি সুসজ্জিত দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন।
তারপর আনুষ্ঠানিকভাবে জাহাজ তাজউদ্দিন আহমেদের অধিনায়ক ক্যাপ্টেন এম হাসান তারিক মন্ডল ও সৈয়দ নজরুলের অধিনায়ক ক্যাপ্টেন এম সালে উদ্দিনের হাতে জাহাজ দুইটির কমিশনিং ফরমান তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে কোস্টগার্ড বহরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলো জাহাজ দুইটি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.