২৪ ফেব্রুয়ারি থেকে আদিনাথ মেলা শুরু

বার্তা পরিবেশক:

উপমহাদেশের ঐতিহাসিক তীর্থস্থান মহেশখালী আদিনাথ মন্দিরে প্রতিবছরের এবারো শিবচতুদর্শী মেলা তথা আদিনাথ মেলা আগামি ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। সাতদিন ব্যাপী এই মেলায় ভারত, শ্রীলংকা, নেপাল, ভুটানসহ বিশ্বের বিভিন্ন দেশের পূর্ণার্থী দর্শনার্থীরা অংশগ্রহণ করবেন। দেশ-বিদেশের লক্ষ লক্ষ ভক্ত-পূর্ণার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে আদিনাথ মন্দির। বিশেষ করে শিব দর্শনের প্রথম দুই দিনে ২৪ ও ২৫ ফেব্রæয়ারি তিল ধারণের ঠাঁই হবেনা দর্শনার্থী ভক্তদের। সাতদিন ব্যাপী এই মেলা দূর-দূরান্ত থেকে আসা ভক্ত-দর্শনার্থীদের মিলনমেলা পরিণত হবে। আদিনাথ মন্দির প্রাঙ্গনে বিভিন্ন প্রয়োজনীয়,ব্যতিক্রমধর্মী ও দুষ্প্রাপ্য দ্রব্য সামগ্রীর পসরা সাজিয়ে বসবে মেলা। পূজা আর মেলায় উৎসবমুখর হয়ে উঠবে মহেশখালী।

অন্যদিকে মেলাকে কেন্দ্র করে একটি চক্র প্রতিবছর টাকা হাতিয়ে নিতে সক্রিয় হয়ে উঠে । মেলায় জুয়া খেলা ও অশ্লীল অনুষ্ঠান করার চেষ্টা করে। আর কিছু অসাধু নৌযান চালক অতিরিক্ত ভাড়া আদায় করে। ঘাটেও হয়রানির শিকার হয় যাত্রীরা। পুর্ণার্থী আদিনাথ দর্শন যাত্রীদের হয়রানী থেকে মুক্ত রাখতে এবং মেলার শৃংখলা ও নিরাপত্তা জোরদার করতে জোর দাবি জানিয়েছেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশও সাধারণ সম্পাদক বাবুল শর্মা। বিবৃতি তারা জানান, আদিনাথ মেলা শুধু কক্সবাজার বা মহেশখালীর উৎসব নয় এটি উপমহাদেশের সনাতন ধর্মালম্বীদের বিশাল উৎসব। এই অনুষ্ঠানের ভাবমূর্তি রক্ষা করতে পারলে দেশের ভাবমূর্তি রক্ষা হবে। তাই প্রতিটি নৌ-ঘাট ও নৌযান চালকদের হাতে যেন কোন যাত্রী হয়রানী না হয়, এবং সন্ধ্যার পর নৌযান চলাচল বলবৎ রাখা। সেই জন্য প্রশাসনের বিশেষ দলকে কাজ করতে অনুরোধ করা হয়। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, জুয়া খেলা ও যাত্রা-সার্কাস বা অশ্লীল অনুষ্ঠানের অনুমতি না দেয়াসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। এ জন্য জেলা প্রশাসন, জেলা পুলিশ বিভাগ, মহেশখালী উপজেলা প্রশাসন. উপজেলা পুলিশ বিভাগ, র‌্যাব, আনসার বাহিনী,  পল্লী বিদ্যুৎ সমিতি ও সকল স্তরের জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছেন জেলা পূজা উদযাপন পরিষদ। এবারো মহেশখালী উপজেলা প্রশাসন , মহেশখালী পুলিশ বিভাগ ও মহেশখালী উপজেলা পরিষদের তত্বাবধানে মেলা আয়োজন হওয়ায় তাদের সাধুবাদ জানানো হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.