ওয়ান নিউজ: আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে লাইসেন্সধারী সব অস্ত্র জমা দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) এ আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে সকল বৈধ লাইসেন্সকৃত অস্ত্র সংশ্লিষ্ট থানা বা ট্রেজারিতে জমা দিতে হবে। এসব অস্ত্র ৬ জানুয়ারি পর্যন্ত জমা থাকবে।
এতে আরও বলা হয়, যারা এ আদেশ লঙ্গন করবেন তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, সরকারি কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নিরাপত্তা প্রহরীদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না বলেও আদেশে বলা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.