ডেস্ক নিউজ
করোনা শনাক্তের হার আবারও ১০-এর ওপরে উঠেছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১০ দশমিক ৪০ শতাংশ এবং এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪২ শতাংশ। শুক্রবার (৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে সরকারি হিসাবে মারা গেলেন ১২ হাজার ৭৫৮ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৮৮৭ জন। দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্ত হলেন আট লাখ সাত হাজার ৮৬৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৭২৩ জন। করোনাতে দেশে মোট সুস্থ হলেন সাত লাখ ৪৭ হাজার ৭৫৮ জন।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৬ শতাংশ আর মৃত্যু হার এক দশমিক ৫৮ শতাংশ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.