২২ রমজান : বেহেশতের বাগানে স্থান লাভের দোয়া

ওয়ান নিউজ ডেক্সঃ  আজ ২২ রমজান ১৪৩৮ হিজরি। জাহান্নামের আগুন থেকে মুক্তির দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে আজ। রমজানের শেষ দশকের দ্বিতীয় দিনে জীবনের সফলতায় আল্লাহর রহমতের ও সন্তুষ্টির পাশাপাশি জান্নাতের বাগানে স্থান লাভের একটি দোয়া তুলে ধরা হলো-

Doa

উচ্চারণ : আল্লাহুম্মাফ তাহলি ফিহি আবওয়াবা ফাদলিকা; ওয়া আনযিল আলাইয়্যা ফিহি বারাকাতিকা; ওয়া ওয়াফফিক্বনি ফিহি লি-মুঝিবাতি মারদাতিকা; ওয়া আসকিন্নি ফিহি বুহবুহাতি ঝান্নাতিকা; ইয়া মুঝিবা দা’ওয়াতিল মুদত্বার্‌রিন।

অর্থ : হে আল্লাহ! আজ তোমার করুণা ও রহমতের দরজা আমার সামনে খুলে দাও এবং আমাদের ওপর বরকত নাজিল কর। আমাকে তোমার সন্তুষ্টি অর্জনের তাওফিক দাও। তোমার বেহেশতের বাগানের মাঝে আমাকে স্থান করে দাও। হে অসহায়দের দোয়া কবুলকারী।

পরিশেষে…
আল্লাহ তাআলা রমজানের শেষ দশকের দ্বিতীয় দিনে মুসলিম উম্মাহকে জীবনের সব গোনাহ মাফসহ যাবতীয় সফলতা লাভের তাওফিক দান করুন। আমিন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.