ইমাম খাইর:
রামুর দক্ষিণ মিঠাছড়িস্থ চেইন্দা এলাকা থেকে ২০ হাজার ইয়াবাসহ দুইজন রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে র্যাব।
তারা হলেন- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, ব্লক- সি-৪ এর মীর আহম্মদের ছেলে মোহাম্মাদ আনোয়ার (২০) এবং ব্লক- ই-৫ এর নূর আলমের ছেলে মজিব উল্লাহ (২১)।
মঙ্গলবার (১৮ মে) রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান চালানো হয়।
বুধবার (১৯ মে) দুপুরে এ সংবাদ জানিয়েছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তার দেয়া তথ্য মতে, কয়েকজন মাদক কারবারী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে সংবাদ পায়। তারপর অভিযানে নামে র্যাব-১৫ একটি দল। রামুর দক্ষিণ মিঠাছড়িস্থ চেইন্দা ইন্টারন্যাশনাল এমাউজমেন্ট পার্ক এ্যান্ড রিসোর্টের সামনে অভিযান গেলে মাদক কারবারীরা পালাতে চেষ্টা করে। ওই সময় দুইজনকে আটক করা হয়।
আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, আটক দুইজনের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.