২০ দলীয় জোটের বৈঠক চলছে

ওয়ান নিউজ ডেক্সঃ ২০ দলীয় জোটের বৈঠক চলছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের  রাজনৈতিক  কার্যালয়ে  এ  বৈঠক শুরু হয়।

এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর এই প্রথম ২০দলের বৈঠকে যোগ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি অলি আহমেদ।

আজকের বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও২০ দলের সমন্বয়ক নজরুল ইসলাম খান, জামায়াতের মাওলানা আব্দুল হালিম, ব্যারিস্টারমওদুদ আহমদ, কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) ইবরাহিম, বিজেপির ব্যারিস্টারআন্দালিব রহমান পার্থ, এলডিপির ড. রেদওয়ান আহমেদ, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাপার মোস্তফা জামাল হায়দার, জাগপার ভারপ্রাপ্ত সভাপতিব্যারিস্টার তাসমিয়া প্রধান, লেবার পার্টির একাংশের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমানইরান, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট আব্দুর রকিব, ন্যাপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাওনসাদেকী প্রমুখ উপস্থিত রয়েছেন।

বৈঠক শেষে বিএনপির এ জোটে বাংলাদেশ জাতীয় পার্টি এবং পিপলস পার্টি অব বাংলাদেশ এদুটি দল যুক্ত হবে বলে বিএনপি সূত্রে জানা গেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.