২০ কেজি ওজনের পাঙ্গাশ ২৬ হাজার টাকায় বিক্রি!

মোজাম্মেল হক, গোয়ালন্দ (রাজবাড়ী)
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরে পদ্মা নদীতে রবিবার (৩০ মে) ভোর রাতে দৌলতদিয়ার জেলে রহমান সরদার জালে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির পাঙ্গাশ মাছ ধরা পড়ে।
পরে মাছটি দৌলতদিয়া ঘাট বাইপাস রোডের পাশে আনু খাঁর আড়ৎ থেকে নিলামে (ওকশনে) স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. মাসুদ মোল্লা মাছটি কিনে নেয়। এ সময় বিশাল আকৃতির পাঙ্গাশ মাছটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়।
মাছ ব্যবসায়ী মো. মাসুদ মোল্লা বলেন, সকালে আনু খার আড়ৎ থেকে ২০ কেজি ওজনের পাঙ্গাশ মাছটি প্রতি কেজি ১ হাজার ২’শ টাকা দরে মোট ২৪ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নিয়েছি। পরে মাছটি ১ হাজার ৩’শ টাকা কেজি দরে মোট ২৬ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর নিকট বিক্রি করে দিয়েছি।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, এবার পদ্মায় ইলিশের আকাল থাকলেও এ মৌসুমে এখন পদ্মা নদীতে পানি বাড়ায় মাঝে মধ্যেই বিভিন্ন প্রজাতির মিঠা পানির সুস্বাদু বড় ধরনের মাছ পাওয়া যাচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.