ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে সমাপ্তি টেনেছে বাংলাদেশ। এ বছরের মতো ২০১৯ সালেও ব্যস্ত সময় কাটাবেন টাইগাররা। নতুন বছরে আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) রয়েছে বেশ কয়েকটি সিরিজ।
আসছে ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নববর্ষের পথচলা শুরু করবে বাংলাদেশ। সেই সফরে কিউইদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টেস্টের সিরিজ খেলবেন সফরকারীরা। মার্চে শেষ হবে ওই সিরিজ। এরপরের এক মাসের বিরতি।
পরে মে মাসে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে আয়ারল্যান্ড ও উইন্ডিজকে নিয়ে সাত ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বেন মাশরাফি বাহিনী। এ সিরিজের পরই ইংল্যান্ড বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়বে তারা।
বিশ্বকাপ শেষে অক্টোবরে হোমগ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবেন টাইগাররা। একই মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে এক টেস্ট ও দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবেন তারা।
নভেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ। সেখানে বিরাট বাহিনীর বিপক্ষে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলবেন সাকিব-তামিমরা। ডিসেম্বরে শ্রীলংকা সফর করবেন তারা। লংকায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবেন স্টিভ রোডসের শিষ্যরা। লংকান সিরিজ দিয়েই ২০১৯ সালের ইতি টানবেন তারা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.