২০১৮ বিশ্বকাপের টিকিট পেল ক্রোয়েশিয়া

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্স:  প্রথম লেগেই কাজটুকু সেরে রেখেছিল ক্রোয়েশিয়া। দ্বিতীয় লেগে আর ব্যবধান ঘুচাতে পারেনি গ্রিস। রোববার প্লে-অফের দ্বিতীয় লেগে দুই দলের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। প্রথম লেগে ৪-১ গোলে জয় পাওয়ায় বড় ব্যবধানেই ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের টিকিট পায় রিয়াল মাদ্রিদ তারকা লুকা মডরিচের ক্রোয়েশিয়া।

বৃহস্পতিবার জাগরেবে প্রথম লেগে ৫০ মিনিটের মধ্যেই ৩ গোলের লিড নেয় ক্রোয়েশিয়া। এটিই শেষ পর্যন্ত ক্রোটদের ভাগ্য গড়ে দেয়। গ্রিসে ফিরতি পর্বে কোনো গোল করতে না পারলেও বড় ব্যবধানেই বিশ্বকাপ নিশ্চিত করে ক্রোয়েশিয়া।

বলকান দেশ ক্রোয়েশিয়া স্বাধীনতার পর ১২টি মেজর টুর্নামেন্টের ১০টিরই চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। রোববার অবশ্য নিজ দেশের সমর্থকদের ছাড়াই খেলেছে ক্রোটরা। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে গ্রিস ও ক্রোয়েশিয়া দুই দলই দুই লেগে অ্যাওয়ে সমর্থক ছাড়া খেলতে সম্মত হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.