১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ শীর্ষে থেকেই দাপটে এগিয়ে যাচ্ছিল লিভারপুল। কিন্তু এবার হঠাৎ করেই পথ হারাল অলরেডরা। ইংলিশ প্রিমিয়ার লিগে ফের পয়েন্ট হারিয়েছে এনফিল্ডের ক্লাবটি। ওয়েস্ট হ্যাম ইউনাইটেড আটকে দিয়েছে তাদের।

সোমবার রাতে প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল। এর আগে ওয়েস্ট হ্যাম ও লেস্টার সিটির সঙ্গে ড্র করেও পয়েন্ট হারিয়েছে ফেভারিট এই ক্লাবটি।

সোমবার খেলার দাপট থাকলেও ফিনিশিংয়ের অভাবটাই চোখে পড়ছিল লিভারপুলের। তারই মধ্যে অবশ্য ২২ মিনিটে এগিয়ে যায় তারা। তবে এই গোলটি নিয়ে প্রশ্ন উঠেছে। জেমস মিলনারের করা পাস থেকে করা সাদিও মানের গোলটি পরিস্কার অফসাইড ছিল।

অবশ্য ২৮ মিনিটেই সমতায় ফেরে ওয়েস্ট হ্যাম। সতীর্থ ফেলিপে আন্দেরসনের  পাসে বল পেয়ে গোল করেন মিশাইল আন্তোনিও।

এরপর মোহাম্মদ সালাহ’রা অনেক চেষ্টা করলেও নিশানা খুঁজে পান নি! এই ড্রয়ে ২৫ ম্যাচে লিভারপুলের অর্জন ৬২ পয়েন্ট। এখনো শীর্ষেই আছে তারা। এরপরই ৫৯ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি। তৃতীয়স্থানে টটেনহ্যাম হটসপার (৫৭ পয়েন্ট)। ৫০ পয়েন্ট নিয়ে চার নম্বরে চেলসি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.