ইমাম খাইর:
কক্সবাজার শহরের মধ্যম কলাতলীর নিজের বসতঘর থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ মা-ছেলেকে আটক করেছে পুলিশ।
তারা হলো- স্থানীয় শামসুল আলমের স্ত্রী ফাতেমা বেগম (৪০) ও ছেলে সাইফুল ইসলাম (১৭)।
শনিবার (৮মে) ভোরে অভিযান চালানো হয়।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) এম. দস্তগির হোসাইন চৌধুরি মানিক জানান, ফাতেমা ও তার ছেলে সাইফুল চিহ্নিত মাদক কারবারি। তারা দীর্ঘদিন মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে মা-ছেলেকে আটক করা হয়। তিনি জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১কোটি টাকা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:০১
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.