১৭ হাজার প্যানেল ও পুল শিক্ষক নিয়োগ

ওয়ান নিউজঃ অপেক্ষা ও হতাশার পালা শেষে এবার নিয়োগ পেতে যাচ্ছে প্যানেল ও পুলের বাকি ১৭ হাজার ৪৭৩ জন প্রার্থী। এর মধ্যে প্যানেলভুক্ত ৭ হাজার ২১৮ জন এবং পুলভুক্ত ১০ হাজার ২৫৫ জন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয়-২ শাখা থেকে ‘পুল ও প্যানেলভুক্ত অবশিষ্ট শিক্ষক নিয়োগ প্রদান প্রসঙ্গে’ ইস্যুকৃত একটি চিঠি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।

এখানে অবশিষ্ট সকল পুল ও প্যানেলভুক্তদের আগামী ৩০ মার্চ ২০১৭ তারিখের মধ্যে সকল নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

নিয়োগের নির্দেশে বলা হয়েছে, অগ্রাধিকারভিত্তিতে বিদ্যালয়বিহীন এলাকায় প্রতিষ্ঠিত বিদ্যালয়সহ আন্যান্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (জাতীয়করণকৃত সহ) প্যানেলভুক্ত ৭২১৮ জন শিক্ষককে একসাথে নিয়োগ করতে হবে। পুলভুক্ত বিভিন্ন শিক্ষকদের মামলার রায় বাস্তবায়নসহ সকল পুলভুক্ত ১০,২৫৫ জন শিক্ষককে একসাথে নিয়োগের কথাও উল্লেখ করা হয়।

এতে উল্লেখ করা হয় শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে প্রথমে প্রার্থীদের তার নিজ উপজেলার জাতীয়করণকৃত বিদ্যালয়ের শুন্য পদে, নিজ জেলার পার্শ্ববর্তী উপজেলার জাতীয়করণকৃত বিদ্যালয়ের শুন্যপদে এবং তাতেও সংকুলান না হলে অন্য জেলার প্রথমত: জাতীয়করণকৃত বিদ্যালয় এরপরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বা পদায়ন করা হবে।

এছাড়াও নিজ উপজেলার বাইরে পদায়নকৃত প্রার্থীদের নিজ উপজেলায় শূন্য পদ থাকা সাপেক্ষে পরবর্তীতে বদলির সুযোগও থাকবে বলে জানা গেছে।

অপরদিকে রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের জন্য গঠিত প্যানেলের মেয়াদ ছিলো ৫ বছর যা আগামী ৯ এপ্রিল ২০১৭ শেষ হওয়ার কথা থাকলেও তা দুই (০২) বছর বাড়ানো হয়েছে।

এ নিয়োগ আদেশের এক প্রতিক্রিয়ায় প্যানেল ও পুলভুক্তদের আইনজীবী এ্যাড. সিদ্দিক উল্লাহ বলেন, আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধশীল। এর কারণে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সবার এই নিয়োগে আমি অনেক খুশি।

এছাড়াও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি (প্যানেল) এর যুগ্ম সাধারণ সম্পাদক মল্লিক আব্দুর রাজ্জাক আমার সংবাদকে জানান, ন্যায় বিচারের ফলে আজকের এই বিজয়। তিনি সমিতির পক্ষ থেকে সকল অপেক্ষমান প্যানেল ও পুল শিক্ষকদের নিয়োগের আদেশ দেয়ায় মন্ত্রণালয় ও অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.