১৭ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন
ওয়ান নিউজঃ প্রথমবারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠিত হবে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথমবারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য চার হাজার আটশ ৩২জন গ্র্যাজুয়েট নিবন্ধিত হয়েছেন। সমাবর্তন নিবন্ধিত গ্রাজুয়েটদের মূল সনদ দেয়া হবে।
সমাবর্তনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (ইউজিসি) আব্দুল মান্নান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ উপস্থিত থাকবেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.