১০ হাজার ইয়াবা নিয়ে সৌদি যাত্রা, আটক ১

ওয়ান নিউজ ডেক্সঃ  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক যাত্রীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন)। আটক ওই যাত্রীর নাম মো. সাদ্দাম। তিনি সৌদি আরবে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে এপিবিএন।

বুধবার (২৮ জুলাই) বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওই যাত্রীর সৌদি আরব যাওয়ার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে আমরা ওই যাত্রীকে আটক করি।

তিনি বলেন, আটক ওই যাত্রীর কাছ থেকে আনুমানিক ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।

দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.